المزمل সূরা মুজাম্মিল । Surah Al-Muzzammil ।
সুমধুর কণ্ঠে তিলাওয়াত করেছেন । হাফেজ মাওলানা মোহাম্মদ তাওহীদুল ইসলাম
Hafez Maulana Mohammad Tauhidul Islam
সূরা আল মুজাম্মিল মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাতে মহান আল্লাহ্ একজন প্রকৃত মুমিন যে হবে তার রাতের ইবাদত কি কি হতে পারে, তার সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। আর সেই ইবাদতের একটি হল কুরআন তেলাওয়াত যা মানুষের প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল, যদি তা রাতের বেলা আমল করা হয়।